‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা: এক সূত্রে গাঁথা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বোয়ালমারী উপজেলা প্রশাসন দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে।মঙ্গলবার ছিল মেলার শেষ দিন।এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলা শেষে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে থেকে বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
মেলায় কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, জর্জ একাডেমি, সরকারী বালিকা উচ্চবিদ্যালয়, সাতৈর উচ্চ বিদ্যালয়সহ ১১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫টি সরকারি দপ্তর অংশগ্রহণ করে।
প্রিন্ট