মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুর মরিচা ইউনিয়ন বিএনপির নবাগত যুগ্ম আহ্বায়ক, বৈরাগীরচর কারিতলার মাদক ও অস্ত্র ব্যবসায়ী লিয়াকত আলী (সাবেক মেম্বার) এর স্ত্রী ও ছেলে এক হাজার ইয়াবা ও মাদক বিক্রির “ঊনিশ লক্ষ সাতষট্টি হাজার পাঁচ শত টাকা” সহ গ্রেফতার, লিয়াকত কৌশলে পালিয়েছে।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর কুষ্টিয়ার রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউনিয়নের বৈরাগীরচর কারিতলা গ্রামের বিশিষ্ট মাদক ও অস্ত্র ব্যবসায়ী (ডিলার) লিয়াকত আলী (সাবেক মেম্বার) এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি কাজল রেখা, স্বামী-লিয়াকত আলী, আব্রাহাম লিংকন, পিতা-লিয়াকত আলী। লিয়াকত আলী কৌশলে পলায়ন করলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, লিয়াকত আলী বিএনপি রাজনীতি করেন, তাঁর নামে বাংলাদেশের বিভিন্ন থানায় প্রায় ডজন খানেক অস্ত্র ও মাদক মামলা রয়েছে, কিছু মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
গ্রেফতারকৃত লিয়াকত আলীর স্ত্রী কাজলী খাতুন শিক্ষকতার আড়ালে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত, এবং লিয়াকত আলীর ছেলে আব্রাহাম লিংকন ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ল’ শাখার ছাত্র। পড়াশোনার পাশাপাশি তিনি বাবা লিয়াকত আলীর মাদক ও অস্ত্র ব্যবসা সিন্ডিকেটের সদস্য ও সহযোগী ছিলেন।
লিয়াকত আলী দীর্ঘদিন ধরে সারাদেশব্যাপী মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের সাথে সিন্ডিকেট করে আসছিলেন। গত ৫ই আগস্ট সরকার পতনের পর লিয়াকত আলী তাঁর বাড়ির সামনে লোক দেখানো গরু ফার্ম ব্যবসার আড়ালে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসা চালু করেন।
এতে এলাকার মাদক ও অস্ত্রের পরিমাণ বেড়ে যায়, এবং স্থানীয়রা চরম অস্বস্তিতে পড়ে। লিয়াকতের ভয়ে প্রশাসনের কাছে স্থানীয়রা মুখ খুলতে সাহস পেত না। তবে গতকাল রাতে বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া শাখার দায়িত্বরত টিম কর্তৃক পরিচালিত অভিযানের ফলে স্থানীয় জনমনে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারনী ১০(ক)/৪০/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রিন্ট