ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২১ উদ্যাপন করা হয়েছে।“সবার জন্য প্রয়োজন,জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন”এই প্রতিপাদ্য নিয়ে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃকাউছার।অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,চরভদ্রাসন থানা পরিদর্শক মোঃ জিয়ারুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান মোঃআজাদ খান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বক্তারা জন্ম ও মৃত্যুর পররপরই নিবন্ধন করার বিষয়ে সকলকে গুরত্ব দেওয়ার পাশাপাশি আমাদের সমাজে পিতৃ পরিচয়হীনদের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাবে সহজতর উপায়ে সম্পন্ন করা যায় এ বিষয়ে আলোচনা করেন।
প্রিন্ট