ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোয়ালচামট মোল্লাবাড়ী সড়ক কলোনী জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo ধলার মোড়ে তিন দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব শুরু Logo পুলিশ পরিচয়ে ডাকাতিকালে ভেড়ামারায় অস্ত্র-গুলিসহ ছাত্রলীগ নেতা আটক Logo ফরিদপুরের চরাঞ্চাচলের শীতার্তদের মাঝে ফারিয়ান ইউসুফ এর শীতবস্ত্র বিতরণ Logo দৌলতপুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo সড়ক দুর্ঘটনায় ভেড়ামারার ১ জন নিহত Logo বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা, মামলা, নিপীড়ন, কারারুদ্ধকরনের বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা Logo দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত Logo নড়াইল সদর ও পৌর শাখা জামায়াতে ইসলামের কার্যালয়ের উদ্বোধন Logo নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম গ্রেপ্তার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সালথায় পা পিছ‌লে প‌ড়ে গি‌য়ে শিশুর করুন মৃত্যু

ফ‌রিদপু‌রের সালথায় রাস্তায় পা পিছ‌লে প‌ড়ে গি‌য়ে ১০ বছ‌রের শিশু নিহত হবার খবর পাওয়া গে‌ছে। নিহত শিশুর নাম রিয়াদ মাতুব্বর, সে উপ‌জেলার গ‌ট্টি ইউ‌নিয়‌নের বড় লক্ষন‌দিয়া এলাকার হা‌ফিজুর মাতুব্ব‌রের ছে‌লে। বৃহস্প‌তিবার (৩০ সে‌প্টেম্বর) দুপুর ১ টার দি‌কে এই ঘটনা ঘ‌টে।
জানা যায়, বৃহস্প‌তিবার দুপুরে রিয়াদ মাতুব্বর (১০) এবং অপর দুই শিশু তার ফুপাতো ভাই রিশাদ মাতুব্বর(৮) ও সা‌মিম মাতুব্বর (৮) এবং রিয়া‌দের এক চাচা খ‌লিলুর রহমান (৪০) পা‌শের এলাকা লক্ষণ‌দিয়া খাতপাড়ায় সুন্ন‌তে খাতনার দাওয়াত খে‌তে যা‌চ্ছিল।
প‌থিম‌ধ্যে লক্ষণ‌দিয়া মাদ্রাসার কা‌ছে পাঁকা রাস্তার উপর রিয়াদ তার ফুপা‌তো ভাই রিশাদ কে খোঁচা দি‌য়ে দৌড় দেয়, দৌড় দেওয়ার সময় রাস্তায় নদীর পা‌শে ভাঙ্গা থাকায় পা পিছ‌লে প‌ড়ে গি‌য়ে বাম পাজ‌রে আঘাত লে‌গে প‌ড়ে যায়, সেখা‌নে রিয়াদ অজ্ঞান হ‌য়ে পড়‌লে তার চাচাসহ সবাই মি‌লে পা‌নি ঢাল‌তে থা‌কে এরপর প‌রিবা‌রের সদস‌্যরা এ‌সে নগরকান্দা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রে, এরপর রিয়া‌দের লাশ বা‌ড়ি‌তে নি‌য়ে আসা হয়।
১০ বছ‌রের শিশু মৃত‌্যুর খবর পে‌য়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান এবং গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাভলু ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন এবং প‌রিবা‌রের প্রতি সম‌বেদনা জানান। নিহত রিয়াদ লক্ষণ‌দিয়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ২য় শ্রেণীর ছাত্র, ক‌রোনা কা‌লিন সম‌য়ে সে স্থানীয় মাদ্রাসা‌তেও ‌লেখাপড়া চা‌লি‌য়ে যায়।
এই বিষ‌য়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আ‌সিকুজ্জামান ব‌লেন, খবর পে‌য়ে আ‌মি নি‌জেই ঘটনাস্থ‌লে যাই, নিহতের প‌রিবারের সা‌থে কথা ব‌লি। মৃত‌্যু নি‌য়ে প‌রিবা‌রের কা‌রো আপ‌ত্তি না থাকায় লাশ দাফ‌নের অনুমি‌তি দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

গোয়ালচামট মোল্লাবাড়ী সড়ক কলোনী জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!

সালথায় পা পিছ‌লে প‌ড়ে গি‌য়ে শিশুর করুন মৃত্যু

আপডেট টাইম : ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :
ফ‌রিদপু‌রের সালথায় রাস্তায় পা পিছ‌লে প‌ড়ে গি‌য়ে ১০ বছ‌রের শিশু নিহত হবার খবর পাওয়া গে‌ছে। নিহত শিশুর নাম রিয়াদ মাতুব্বর, সে উপ‌জেলার গ‌ট্টি ইউ‌নিয়‌নের বড় লক্ষন‌দিয়া এলাকার হা‌ফিজুর মাতুব্ব‌রের ছে‌লে। বৃহস্প‌তিবার (৩০ সে‌প্টেম্বর) দুপুর ১ টার দি‌কে এই ঘটনা ঘ‌টে।
জানা যায়, বৃহস্প‌তিবার দুপুরে রিয়াদ মাতুব্বর (১০) এবং অপর দুই শিশু তার ফুপাতো ভাই রিশাদ মাতুব্বর(৮) ও সা‌মিম মাতুব্বর (৮) এবং রিয়া‌দের এক চাচা খ‌লিলুর রহমান (৪০) পা‌শের এলাকা লক্ষণ‌দিয়া খাতপাড়ায় সুন্ন‌তে খাতনার দাওয়াত খে‌তে যা‌চ্ছিল।
প‌থিম‌ধ্যে লক্ষণ‌দিয়া মাদ্রাসার কা‌ছে পাঁকা রাস্তার উপর রিয়াদ তার ফুপা‌তো ভাই রিশাদ কে খোঁচা দি‌য়ে দৌড় দেয়, দৌড় দেওয়ার সময় রাস্তায় নদীর পা‌শে ভাঙ্গা থাকায় পা পিছ‌লে প‌ড়ে গি‌য়ে বাম পাজ‌রে আঘাত লে‌গে প‌ড়ে যায়, সেখা‌নে রিয়াদ অজ্ঞান হ‌য়ে পড়‌লে তার চাচাসহ সবাই মি‌লে পা‌নি ঢাল‌তে থা‌কে এরপর প‌রিবা‌রের সদস‌্যরা এ‌সে নগরকান্দা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রে, এরপর রিয়া‌দের লাশ বা‌ড়ি‌তে নি‌য়ে আসা হয়।
১০ বছ‌রের শিশু মৃত‌্যুর খবর পে‌য়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান এবং গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাভলু ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন এবং প‌রিবা‌রের প্রতি সম‌বেদনা জানান। নিহত রিয়াদ লক্ষণ‌দিয়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ২য় শ্রেণীর ছাত্র, ক‌রোনা কা‌লিন সম‌য়ে সে স্থানীয় মাদ্রাসা‌তেও ‌লেখাপড়া চা‌লি‌য়ে যায়।
এই বিষ‌য়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আ‌সিকুজ্জামান ব‌লেন, খবর পে‌য়ে আ‌মি নি‌জেই ঘটনাস্থ‌লে যাই, নিহতের প‌রিবারের সা‌থে কথা ব‌লি। মৃত‌্যু নি‌য়ে প‌রিবা‌রের কা‌রো আপ‌ত্তি না থাকায় লাশ দাফ‌নের অনুমি‌তি দেওয়া হয়।

প্রিন্ট