আজকের তারিখ : জানুয়ারী ১৮, ২০২৫, ১২:৪২ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৩০, ২০২১, ৯:৫৭ পি.এম
সালথায় পা পিছলে পড়ে গিয়ে শিশুর করুন মৃত্যু
ফরিদপুরের সালথায় রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে ১০ বছরের শিশু নিহত হবার খবর পাওয়া গেছে। নিহত শিশুর নাম রিয়াদ মাতুব্বর, সে উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া এলাকার হাফিজুর মাতুব্বরের ছেলে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রিয়াদ মাতুব্বর (১০) এবং অপর দুই শিশু তার ফুপাতো ভাই রিশাদ মাতুব্বর(৮) ও সামিম মাতুব্বর (৮) এবং রিয়াদের এক চাচা খলিলুর রহমান (৪০) পাশের এলাকা লক্ষণদিয়া খাতপাড়ায় সুন্নতে খাতনার দাওয়াত খেতে যাচ্ছিল।
পথিমধ্যে লক্ষণদিয়া মাদ্রাসার কাছে পাঁকা রাস্তার উপর রিয়াদ তার ফুপাতো ভাই রিশাদ কে খোঁচা দিয়ে দৌড় দেয়, দৌড় দেওয়ার সময় রাস্তায় নদীর পাশে ভাঙ্গা থাকায় পা পিছলে পড়ে গিয়ে বাম পাজরে আঘাত লেগে পড়ে যায়, সেখানে রিয়াদ অজ্ঞান হয়ে পড়লে তার চাচাসহ সবাই মিলে পানি ঢালতে থাকে এরপর পরিবারের সদস্যরা এসে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, এরপর রিয়াদের লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
১০ বছরের শিশু মৃত্যুর খবর পেয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান এবং গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। নিহত রিয়াদ লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র, করোনা কালিন সময়ে সে স্থানীয় মাদ্রাসাতেও লেখাপড়া চালিয়ে যায়।
এই বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই, নিহতের পরিবারের সাথে কথা বলি। মৃত্যু নিয়ে পরিবারের কারো আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমিতি দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha