কুড়িগ্রামের রাজারহাটে ঘরের চালের উপর জমানো শুকনো পাতা ঝাড়ু দিয়ে পরিষ্কারের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোকছেদ আলী (৫২) নামের এক টিউবওয়েল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোকছেদ আলী উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর মিস্ত্রি পাড়া এলাকার বাসিন্দা বলে জানাগেছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে ছিনাই ইউনিয়নের মহিধর মিস্ত্রি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোক জন জানায়, বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে নিহত মোকছেদ আলী তার নিজ বাড়ির ঘরের চালের উপর গাছ থেকে পরে জমা হওয়া শুকনো পাতা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার সময় অসাবধানতাবশত চালের উপর থাকা তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ।
পরে স্থানীয় মানুষ ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, নিহত মোকছেদ আলী মিস্ত্রি পাড়া এলাকার বাসিন্দা। তিনি ছিলেন পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি।
প্রিন্ট