রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সোমবার ২৭ শে সেপ্টেম্বর বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পূজা উদযাপন পরিষদ। ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, পাংশা শহরের কালীবাড়ি তিন রাস্তা মোড়ে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি উত্তম কুমার সাহা (কার্তিক সাহা) প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম বসাক, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পাংশা আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাস, কোলানগর একাডেমীর প্রধান শিক্ষক ভজন কুমার দাস, নিতাই বিশ্বাস, গৌতম দাস, প্রবীর কুন্ডু, দীনেশ কুন্ডু, মরন কুন্ডু, শ্যামল সাহা, হরিস চন্দ্র ও অজিৎ হালাদারসহ পূজা উদযাপন পরিষদের পাংশা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশায় সোমবার বিকেলে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
প্রিন্ট