মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রেজোয়ান হোসেন নাঈমের সভাপতিত্বে শহরের গোয়ালচামটে অবস্থিত হোটেল হোয়াইট হাউস মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, সহ সভাপতি শাহ্ মুহাম্মাদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার সভাপতি খন্দকার ওয়াহিদুজ্জামানসহ সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৬ বছরের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটালেও দেশে এখনো বৈষম্য দূর হয়নি। তাই শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন দরকার৷
এজন্য শায়েখ চরমোনাই পীরের সাথে একতাবদ্ধ হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ইনসাফ ভিত্তিক কল্যানরাষ্ট্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ইসলামী শাসনতন্ত্র কায়েমের লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে৷
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ গ্রাম, পাড়া ও মহল্লায় ইসলামী আন্দোলনের দাওয়াত পৌছে দিতে হবে৷ আগামীতে দেশ গড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শায়েখ চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে৷
বাংলাদেশকে বৈষম্যহীন করতে হলে ইসলামী শাসনব্যাবস্থা কায়েম করতে হবে৷ এজন্য দুনিয়াবি মোহ,ফ্যাসাদ, লোভ-লালসা পরিত্যাগ করে নিজের আত্মশুদ্ধি করতে হবে এবং ইসলামী আদর্শে নিজের জীবন গড়তে হবে৷ আর এজন্য শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার করতে হবে৷ সরকারি খরচে দেশের সব মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এই দাবীতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে৷
এজন্য সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে এসে ইসলামী শাসনব্যবস্থা কায়েমের জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে এবং আগামীর সমস্ত রাজনৈতিক সংগ্রামে রাজপথে থাকতে হবে। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়।
প্রিন্ট