মাগুরা সদর হাসপাতালে আইসিইউ নির্মাণ; প্রয়োজন অনুযায়ী ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ ও আউটসোর্সিং বন্ধ করার দাবিতে গণকমিটির সমাবেশ হয়। মাগুরা জেলার উদ্যোগে রবিবার ১৯ সেপ্টেম্বর ২০২১ সকাল সাড়ে ১০টায় মাগুরা জেলা সদর হাসপাতালের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সভায় বক্তব্য প্রদান করেন, গণকমিটির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ, সদস্য নিখিল রঞ্জন মিত্র, বাসারুল হায়দার বাচ্চু।
বক্তাগণ বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোন হাসপাতালে তার বেড সংখ্যার ৫ শতাংশ বেড নিয়ে আইসিইউ থাকার কথা। মাগুরা সদর হাসপাতাল আড়াইশো বেডের। সেই অনুযায়ী এই হাসপাতালে ১৩টি আইসিইউ বেড থাকার কথা। কিন্তু মাগুরা জেলা সদর হাসপাতাল কোন আইসিইউ নেই।
করোনা দুর্যোগের শুরু থেকে গণকমিটি মাগুরা জেলার পক্ষ থেকে মাগুরা জেলা সদর হাসপাতালে পিসিআর ল্যাব (করোনা টেস্ট ল্যাব), আইসিইউ ও হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন করার দাবি জানান হয়েছে ।
করোনা দুর্যোগের প্রায় দেড় বছরে কেবলমাত্র হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন সম্পন্ন হয়েছে। আইসিইউ নির্মাণের ক্ষেত্রে দেড় বছর ধরে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। গত বছর বাজেটে করোনা চিকিৎসার জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো; সেখানে উল্লেখ করা হলো হাসপাতালে আইসিইউ নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
কিন্তু আমাদের জেলা সদর হাসপাতালে তার প্রতিফলন দেখা গেল না । বক্তাগণ আরও বলেন, মাগুরা জেলার সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অনেক সংকট রয়েছে । আউটসোর্সিং এর মাধ্যমে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ায় দুর্নীতি হচ্ছে । সমাবেশ থেকে অবিলম্বে মাগুরা সদর হাসপাতালে আইসিইউ নির্মাণ, প্রয়োজন অনুযায়ী ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ ও আউটসোর্সিং বন্ধ করার দাবি জানান হয়।
প্রিন্ট