লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের টংকাবতী নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য সি সি ব্লক দিয়ে বেড়িবাঁধ নির্মাণ জরুরি । চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের মিয়াজিপাড়া একটা ঐতিহ্যবাহী এলাকা।
এই এলাকায় বসতভিটা নিয়ে সহস্রাধিক লোকের বসবাস, এই এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব কলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়,কলাউজান দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা, মিয়াজি পাড় বায়তুশ শরফ জামে মসজিদ ও গনকবরস্থান।
এলাকাটি টংকাবতী নদীর তীরবর্তী হওয়ায় নদী ভাঙনের কবলে পড়ে । বেশ কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে উজান থেকে আসা পাহাড়ি ঢল ও নদীর স্রোতে কুল ভেঙে বিলীন হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও বসতভিটা নিঃস্ব হয়েছে সহস্রাধিক পরিবার।
এই ধারা অব্যাহত থাকলে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ ভাঙনের হুমকির সম্মুখীন হবে বলে জানিয়ছেন স্থনিয় বাসিন্দv সাবেক ছvত্রনেতv মোঃ নাজিম উদ্দিন । নদী ভাঙ্গন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দুরত্ব কিছু কিছু অংশে ৩০ গজ কিংবা ৭০ হাতের কাছাকাছি।
জরুরি ভিত্তিতে নদী ভাঙ্গন যদি রোধ করা না হয়, আগামী কয়েক বছরে অসংখ্য বসতভিটা, বাড়ি ঘর,শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে জvনvন তিনি । জরুরি ভিত্তিতে ভাঙ্গন এলাকায় পাথর ঢালাই অথবা নদীর গতিবেগ অন্য দিকে ফিরিয়ে না দিলে মিয়াজি পাড়া এলাকাবাসী ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন।
যেমনটি হয়েছিল চরম্বার রাজঘাটাবাসী। শেষমেশ নদীর গতি বেগ ফিরিয়ে দিয়ে রাজঘাটাবাসী রক্ষা পেয়েছিল। তাই এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার মাননীয় সাংসদ ও পানি উন্নয়ন বোর্ডের সরজমিন পরিদর্শন মূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্লকদিয়ে বেড়িবাঁধ নির্মাণ করে বসতবাড়ির নিরাপত্তার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ছেন এলাকাবাসীরা |
মোহাম্মদ নাজিম উদ্দিন, কলাউজান ইউনিয়ন , উপজেলা লোহাগাড়া, চট্টগ্রাম।
প্রিন্ট