মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক মোঃ জুয়েল শরীফকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও স্থানীয় শুকতারা টিভি ২৪-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা গেছে, গত ১৬ আগস্ট ২০২৫ শনিবার সন্ধ্যায় মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে ১৭ আগস্ট রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। সাংবাদিক মহল ও স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ দাবি করছেন, একজন কর্মরত সাংবাদিককে এভাবে আটক করা সংবাদপেশার স্বাধীনতার জন্য হুমকি হতে পারে।
তবে পুলিশ জানিয়েছে, মামলার আইনানুগ প্রক্রিয়ায়ই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রিন্ট