আলিফ হোসেন:
রাজশাহীর তানোরে বিলকুমারী বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত ২১ আগস্ট বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে তানোর একতা যুব সংঘের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর একতা যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেন রনি। সঞ্চালনায় ছিলেন সংঘের সম্পাদক খাইরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওয়াশিম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা ইউডিএফ কর্মকর্তা মফিজুল ইসলাম।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- একতা যুব সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সালাউদ্দিন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহিদুল ইসলাম (নান্টু), তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, দলিল লেখক মুন্জুর মন্ডল, একতা যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাব সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, রাকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ রাসেদুল ইসলাম সাগর, ইচাহাক, সাদ্দাম, সুজন, মাহাফুজ, রাইহান, সানোয়ার নয়ন, রুবেল, অজয়, মনোয়ার সহ একতা যুব সংঘের সকল সদস্যবৃন্দ।
এদিন বিলকুমারী বিলে ১০১ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ একতা যুব সংঘের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন ভালো কাজে পাশে থাকার আশ্বাস দেন।
প্রিন্ট