হুমায়ন আহমেদ:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক অসহায় ভিক্ষুকের টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আলমডাঙ্গার মদন বাবুর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
আলমডাঙ্গা থানার জেহালা গ্রামের দলিরুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম রঞ্জু (৩৮), একই এলাকার মৃত খলিল হোসেনের ছেলে ভোলা হোসেন (৩৫), পুলিশ জানিয়েছে, চুরি হওয়া ৫০ হাজার টাকার মধ্যে ২৯ হাজার ৮০ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
প্রিন্ট