সেলিম সানোয়ার পলাশঃ
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেছেন, জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি নিরঙ্কুশভাবে বিজয়ী হবে।
আজ বুধবার বিকাল ৪ টার সময় গোদাগাড়ী উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
আলোচনা সভায় গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কুরবান আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম মেরাজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ না থাকলে সাধারণ মানুষই বিএনপিকে ক্ষমতায় আনবে।
ইতোমধ্যে ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে ৬৪ দফা বৈঠক করেছে ঐক্যমত কমিশন। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী ২০২৬ সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতি এগোচ্ছে। তিনি আরও বলেন, আজকে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, বিএনপি সংসদে যাবে। বিএনপি সংসদে গেলে জুলাই সনদের জন্য কাজ করবে। দুই বছরের মধ্যে রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। ৩৮টি রাজনৈতিক দল একদিকে হলেও, বিএনপি একাই বিপরীত দিকে থাকলেও বিএনপি পাল্লা ভারী থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ পরিবর্তন চায়। তারা ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকেই বেছে নেবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সেই ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। মুলতাসির আহম্মেদ ও মোঃ নাসির আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী জেলার আহবায়ক মোঃ মাসুদুর রহমান লিটন।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, আজিমুসসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আয়োনারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপি’র সাবেক সভাপতি মেসের আলী মাস্টার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়ার রুলু, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ গোদাগাড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ ।
প্রিন্ট