সোহাগ কাজীঃ
এক দফা এক দাবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি পদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদ সোপান চাই “শীর্ষক মানববন্ধন পালন করেন মাদারীপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।বুধবার সকালে মাদারীপুর লেকপাড় শহিদ কানন চত্বরে দাবী সম্বলিত ব্যানার হাতে দাড়িয়ে এই মানববন্ধন করেন তারা।
তাদের দাবি সমূহঃ
১) শিক্ষক মন্ডলীদের চারটি পদ সোপানে বিন্যস্ত করে সহকারী শিক্ষকদের নবম গ্রেড,সিনিয়র সহকারী শিক্ষকদের ষষ্ঠ গ্রেড, সহকারী প্রধান শিককদের পঞ্চম গ্রেড এবং প্রধান শিক্ষকদের চতুর্থ গ্রেড প্রদান করে পদ সোপান দিতে হবে।
২) হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী টাইমিস টাইম স্কেল সিলেকশন গ্রেড দিতে হবে/বাস্তবায়ন করতে হবে।
৩) সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সংকটের অবসান ঘটি অবিলম্বে শিক্ষক নিয়োগ দিতে হবে।
৪) সরকারি কলেজের শিক্ষক সমিতি থেকে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে আমরা এই ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমরা আলাদা অধিদপ্তর চাই।
প্রিন্ট