বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌর সদরে ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। বুধবার (২০ আগস্ট) বিকালে চৌরগী মোড় থেকে পোস্ট অফিস রোড পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর কর্তৃপক্ষ।
এসময় মুকসুদপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম।
পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম জানান, মানুষ যেন ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করতে পারেন। সদর বাজারে যানজট মুক্ত রাখতে ও জনসাধারন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত করতে বার বার নোটিশ দেওয়ার পরেও ফুটপাত ছাড়েননি ব্যাবসায়ীরা।
ফুটপাত দখলমুক্ত করতে আজ এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং দোকানের মালামাল রাখা যাবে না বলে জানান তিনি।
প্রিন্ট