লিয়াকত হোসেন লিংকনঃ
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্ত্বর বাসস্ট্যান্ডে এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ঢাকা মিরপুর-১৪ এলাকার বাসিন্দা আলম মিয়ার ছেলে মনির মিয়া (৫৫) ও মোহাম্মদপুর এলাকার আব্দুর রহিমের ছেলে ওয়াসিম সিদ্দিকী (৪৮)।
র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসে যাত্রীবেশে দুই মাদক ব্যবসায়ী গাঁজা পরিবহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১০ এর ২০ সদস্যের একটি বিশেষ দল। স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ফরিদপুর এলাকা থেকে ওই বাসের পিছু নিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্ত্বরে এসে বাস তল্লাশি করে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটককৃতদের ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
প্রিন্ট