ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজাপুরে ১৪৪ ধারা জারি, বিএনপি পথসভা ও যুবদলের র‍্যালি Logo রংপুর অঞ্চলে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ৫ Logo বালিয়াকান্দিতে জাতীয় য়ুব দিবস পালিত Logo শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে ফাইজা জয়ার নতুন গান Logo মধুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo তানোরেন বিলকুমারী বিলেন অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত Logo গোদাগাড়ীর ওসি রুহুল আমিন আবারও রাজশাহী জেলায় শ্রেষ্ঠ Logo ইছামতি নদীর ভারতীয় পানিতে শার্শার শতাধিক একর জমির ফসল পানির নিচে Logo দৌলতপুরে পদ্মার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত Logo ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট কাদিরদী বাজার শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চাঁপাইনবাবগঞ্জে ১হাজার ৯শ’ হেক্টর জমির ফসল পদ্মার পানিতে নিমজ্জিত

আব্দুস সালাম তালুকদারঃ

 

পদ্মায় পানি বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ৭ হাজার ৫শ’ ১৫ কৃষকের ১ হাজার ৮শ’ ৮২ হেক্টর জমির রোপাসহ সবজি ডুবে গেছে। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৫শ৪০ হেক্টর ও শিবগঞ্জ উপজেলায় ১ হাজার ৩শ’ ৪২ হেক্টর জমির রোপা আউশ, হলুদসহ সবজি নষ্ট হতে বসেছে।

 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পদ্মা পাড়ের প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়াও চরাঞ্চলের নিম্নঞ্চানে পানি ঢুকে পড়ায় ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে।

চরাঞ্চলের কৃষকরা বলেন, প্রতিদিন পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে ভয়াবহহারে। এতে করে নিম্নাঞ্চলের কৃষকের আবাদিজমি পানিতে নিমজ্জিত হচ্ছে। ফলে রোপা, কলা, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। তবে কৃষি বিভাগ বলছেন নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না।

 

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে শিবগঞ্জ উপজেলায় ১ হাজার ৩শ’ ৪২ হেক্টর আবাদিজমি পানিতে নিমজ্জিত হয়েছে। এই উপজেলার ১৩ হাজার ৫শ’ হেক্টর জমিতে রোপা আউশ আবাদ হচ্ছে। এর মধ্যে ১ হাজার ২শ’ ৭২ হেক্টর রোপা আউশ পানিতে ডুবে যায়। এছাড়াও ৫২ হেক্টর সবজি, ১৩ হেক্টর হলুদ ও ৫ হেক্টর কলাসহ জমির ফসল ডুবে গেছে। এতে প্রায় ৪ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বন্যার পানিতে ৩ হাজার ১৫ জন কৃষকের ৫শ’ ৪ হেক্টর ধান, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে।

 

তবে আক্রান্ত ফসলের মাঠ থেকে পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না বলেও জানান এই দু’ কৃষি কর্মকর্তা।

 

চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান, উজানের ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মায় পানি বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ০৫ মিটার। বর্তমানে পদ্মার পানি বিপৎসীমার মাত্র ৩২ সেন্টিমিটার নিচ নিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে নদীর পানি কমতে শুরু করবে বলে জানান এই কর্মকর্তা।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ১৪৪ ধারা জারি, বিএনপি পথসভা ও যুবদলের র‍্যালি

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে ১হাজার ৯শ’ হেক্টর জমির ফসল পদ্মার পানিতে নিমজ্জিত

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

আব্দুস সালাম তালুকদারঃ

 

পদ্মায় পানি বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ৭ হাজার ৫শ’ ১৫ কৃষকের ১ হাজার ৮শ’ ৮২ হেক্টর জমির রোপাসহ সবজি ডুবে গেছে। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৫শ৪০ হেক্টর ও শিবগঞ্জ উপজেলায় ১ হাজার ৩শ’ ৪২ হেক্টর জমির রোপা আউশ, হলুদসহ সবজি নষ্ট হতে বসেছে।

 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পদ্মা পাড়ের প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়াও চরাঞ্চলের নিম্নঞ্চানে পানি ঢুকে পড়ায় ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে।

চরাঞ্চলের কৃষকরা বলেন, প্রতিদিন পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে ভয়াবহহারে। এতে করে নিম্নাঞ্চলের কৃষকের আবাদিজমি পানিতে নিমজ্জিত হচ্ছে। ফলে রোপা, কলা, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। তবে কৃষি বিভাগ বলছেন নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না।

 

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে শিবগঞ্জ উপজেলায় ১ হাজার ৩শ’ ৪২ হেক্টর আবাদিজমি পানিতে নিমজ্জিত হয়েছে। এই উপজেলার ১৩ হাজার ৫শ’ হেক্টর জমিতে রোপা আউশ আবাদ হচ্ছে। এর মধ্যে ১ হাজার ২শ’ ৭২ হেক্টর রোপা আউশ পানিতে ডুবে যায়। এছাড়াও ৫২ হেক্টর সবজি, ১৩ হেক্টর হলুদ ও ৫ হেক্টর কলাসহ জমির ফসল ডুবে গেছে। এতে প্রায় ৪ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বন্যার পানিতে ৩ হাজার ১৫ জন কৃষকের ৫শ’ ৪ হেক্টর ধান, সবজিসহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে।

 

তবে আক্রান্ত ফসলের মাঠ থেকে পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না বলেও জানান এই দু’ কৃষি কর্মকর্তা।

 

চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান, উজানের ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মায় পানি বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ০৫ মিটার। বর্তমানে পদ্মার পানি বিপৎসীমার মাত্র ৩২ সেন্টিমিটার নিচ নিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে নদীর পানি কমতে শুরু করবে বলে জানান এই কর্মকর্তা।


প্রিন্ট