মানিক কুমার দাসঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা ও শহর শাখার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল দশটার দিকে শহরের কবি জসীমউদ্দীন হলে এ উপলক্ষে আলোচনা সভা ও পরে প্রায় ৮ শত জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ফরিদপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াস মোল্লা , ইসলামী ছাত্রশিবির শহর কমিটির সাবেক সভাপতি ডক্টর এহসানুর মাহমুদ রুবেল, আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মাহিম এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীর মা খাদিজা খাতুন মিলি, ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ারিং কলেজ শাখার সভাপতি মাহফুজুল ইসলাম, রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি ফাহিম বিশ্বাস, কায়েস শুভ, কৃতি শিক্ষার্থী মোসাম্মৎ ঈশিতা খাতুন।
সভায় বক্তারা এসএসসি /সমমান দাখিল পরীক্ষায় জিপি এ ৫ পাওয়ায় ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান। বক্তারা বলেন দশ বছরের কঠোর অধ্যবসায়ের ফলে আপনারা যে সফলতা অর্জন করেছেন। তাতে পুরো জাতি কৃতজ্ঞ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আপনাদের সম্বর্ধনা দিতে পেরে গর্বিত অনুভব করছে। বক্তারা বলেন আগামী দিনে আপনাদের এগিয়ে যেতে হবে। এজন্য এখন থেকে কাজ করতে হবে। আপনারা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিবেন। আপনাদের ভিতর নেতৃত্বে যে গুণ গুলি রয়েছে এগুলো প্রকাশ করতে হবে ।
আপনারা যারা ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কোন পেশায় আবদ্ধ হতে চান তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন। আগামীতে দেশের একজন সূর্য সন্তান হিসেবে তৈরি হতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই । বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে পরবর্তী পর্বে প্রায় ৮০০ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা তুলে দেয়া হয়। পরে তাদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন অতিথিরা।
অনুষ্ঠানের ইসলামী সংগীত ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন ঝংকার শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠান পরিচালনা করেন রায়হান কবীর অনিক।
এ সময় কৃতি শিক্ষার্থীরা তাদের অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্ট