আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গলবার সকালে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ২০ জনের মধ্যে ২১ লক্ষ ৬০ হাজার টাকার চেক ও ৫০টি গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী, মৎস্য কর্মকর্তা এস এম মাহামুদুল হাসান, সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির, বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মোনায়েম ইসলাম রুমি প্রমুখ।
অনুষ্ঠান শেষে সফল উদ্যোক্তা হিসেবে উপজেলার ফাগুয়াড়দিয়াড় গ্রামের ফরিদুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।
প্রিন্ট