আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাঁপুর ইউনিয়নের বকশী চাঁদপুর গ্রামে সাম্প্রতিক সময়ে কয়েকটি বাড়িতে সিধখুড়ে চু*রির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় ১২ আগস্ট মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, অল্প সময়ের মধ্যেই দো*ষীদের আইনের আওতায় আনা হবে।”
ভুক্তভোগী সাইফুল খান বলেন, “গত রবিবার রাতে আমাদের ঘরে সিধখুঁড়ে চু-রি হয়। এ সময় দুইটা মোবাইল ফোন সহ কিছু টাকা-পয়সা নিয়ে গেছে।এছাড়াও বাড়ির আশপাশে আরো তিন-চারটা বাড়িতে সিধখুড়ে চুরির ঘটনা ঘটে। এখন ওসি নিজে এসে দেখে গেছেন—এতে কিছুটা সাহস পাচ্ছি।”
এ সময় (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা জো’রদার করা হচ্ছে। মধুখালী থানা পুলিশ জনগণের সেবায় সবসময় কাজ করে যাচ্ছে। তিনি গ্রামবাসীদের সচেতন থাকতে এবং সন্দেহজনক কাউকে দেখলে তাৎক্ষণিকভাবে থানা অথবা স্থানীয় বিট পুলিশিং অফিসে জানানোর অনুরোধ জানান।
এছাড়া ভুক্তভোগী পরিবার গুলোকে দ্রুত থানায় জিডি করতে বলেন।
প্রিন্ট