মানিক কুমার দাসঃ
ফরিদপুরে ইজি বাইকের ধাক্কায় সন্দীপ মালোত (১৪) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে ।
জানা গেছে আজ মঙ্গলবার সকাল অনুমান ১১:৫৫ মিনিটের দিকে উক্ত সন্দিপ মালোত (১৪) পিং পান্নু মালোত রেড ক্রিসেন্ট মার্কেট হতে কম্প্রেসার নিয়ে রাস্তা পার হবার সময় রাস্তার উল্টো দিক হতে এসে ইজি বাইক ধাক্কা মারে, এতে সে মারাত্মক আহত হয়ে রাস্তায় পরে যায়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাথে সাথে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্দীপ মালোত কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
প্রিন্ট