সাহিদা পারভীনঃ
সোমবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার( ভূমি) সামস মোহাম্মদ সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার,প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন আরা, উপজেলা নির্বাচন অফিসার খোন্দকার মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, এ কর্মসূচির উদ্বোধনের মধ্যদিয়ে উপজেলা বিভিন্ন স্কুল,কলেজ ও সামাজিক প্রতিষ্ঠানে ২ হাজার টি সোনালু,জারুল,কৃষ্ণচূড়া,আমলকি ও আমড়া গাছের চাড়া বিতরন করা হয়েছে।
প্রিন্ট