সোলায়মানঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের জব্বার হত্যা মামলার তিন আসামিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে নাগরপুর থানা পুলিশ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
–
গ্রেফতারকৃতরা হলেন—মৃত চাঁন মিয়ার ছেলে আঃ মান্নান (৭৮), তার স্ত্রী আকলিমা (৩০) ও রাবেয়া (৩৫)। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. (নি.) সাখাওয়াত হোসেন সাদ্দাম।
–
এ নিয়ে জব্বার হত্যা মামলায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, দাদার জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৯ মে সকালে বিএনপি নেতা বাদশা মিয়া ও তার লোকজন চাচাতো ভাই জব্বারকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হন।
–
হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. বাদশা মিয়া (৫০) এখনো পলাতক রয়েছেন। তিনি নাগরপুর উপজেলা বিএনপির তাঁতী/মৎস্যজীবী/উপজাতি বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।
–
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতার তিন আসামিকে বুধবার সকালে আদালতে হাজির করা হলে, আদালত ২ নম্বর আসামি আঃ মান্নানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট