ঢাকা , সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল Logo কালুখালীতে জাতীয় সমবায় দিবস পালিত Logo তানোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু Logo হিলিতে বিদুৎ স্পৃষ্টে নিহত-১আহত হয়েছে ৬ জন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চোর আতঙ্কে লালপুরঃ তথ্যদাতার জন্য পুরস্কার ঘোষণা

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

নাটোরের লালপুরে ধারাবাহিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় সৃষ্টি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। সরকারি অফিস থেকে শুরু করে রাস্তাঘাট ও গ্রামীণ ঘরবাড়ি সবর্ত্র চোরচক্রের দৌরাত্ম্যে আতঙ্কে রাত কাটাচ্ছেন স্থানীয়রা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে চোর শনাক্তে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করে শনিবার (৬ ডিসেম্বর) মাইকিং করতে বাধ্য হয়েছেন এলাকাবাসী।

সূত্রমতে, শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা ভূমি অফিসের জানালা ভেঙে দুটি কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাজ হোসেন সৌরভ জানান, “শুক্রবার জুমা নামাজের পূর্ব মুহূর্তে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় বিষয়টি নজরে আসার পর রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকায় কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্যচুরির সম্ভাবনা নেই।

এদিকে একই দিন (৫ ডিসেম্বর) দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আফানের ছেলে জালাল (৪০) ও আলাল (৩৫), মৃত ফেলুর ছেলে আয়নাল (৪৫), মৃত সেকেন্ডারের ছেলে সাগর (৪০) ও স্বাধীন (৩০) এবং মতিউর মোল্লার ছেলে মাইদুল ইসলামের (৪২) বাড়িতে চুরির চেষ্টা চালায় চোরচক্রের সদস্যরা। তবে অধিকাংশ বাড়ির লোকজন জেগে ওঠায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

কিন্তু রক্ষা হয়নি একই গ্রামের মৃত বারিক সরকারের ছেলে ঝন্টু সরকারের। সেদিন রাতে তার বাড়ি থেকে চার্জার ভ্যান চুরি করে নিয়ে যায় চক্রের সদস্যরা। এলাকাবাসী জানান, গত ছয় মাসে এই গ্রাম থেকে সাতটি ভ্যান চুরি হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন—জালাল, শাহজাহান, সাইফুল, আলাল, আ. রহিম ও সাগর। তারা সবাই ভ্যান চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

এছাড়া ৩ ডিসেম্বর মঞ্জিলপুকুর এলাকায় সবজি ব্যবসায়ী আব্দুল মান্নানকে ছুরিকাঘাত করে তার মূলধন ছিনতাই করে দুর্বৃত্তরা। ১১ নভেম্বর লালপুর থানার গ্যারেজ থেকে থানায় কর্মরত বাবুর্চি মো. আমিরুল ইসলাম পারভেজের মোটরসাইকেল চুরি ও ১০ নভেম্বর লালপুর হলমার্কেট এলাকায় এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই হয়।

এ ছাড়া গত সাত মাসে উপজেলায় ব্যক্তিমালিকানাধীন ৩৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।

ক্রমাগত এসব ঘটনায় আতঙ্কিত হয়ে ৬ ডিসেম্বর বিকালে এলাকাবাসী মাইকিং করে চোর শনাক্তে তথ্যদাতাদের জন্য আর্থিক ৫ হাজার পুরস্কার ঘোষণা করেন। ভুক্তভোগীরা জানান, অভিযোগ ও সাধারণ ডায়েরি করেও সেভাবে ফল মিলছে না।

ইউএনও জুলহাজ হোসেন সৌরভ বলেন, “চুরি প্রতিরোধে পুলিশ, গ্রাম পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। মসজিদের ইমামদের মাধ্যমেও সচেতনতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।”
লালপুর থানার ওসি (তদন্ত) এস. এম. রিয়াজুল হাসান জানান, “থানা গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও রঘুনাথপুর গ্রাম থেকে চুরি হওয়া পূর্বের একটি ভ্যান ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরি রোধে নৈশ টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি চোরচক্রকে ধরতে এবং চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।”

নিরাপত্তাহীনতার এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অনুরোধ- চোরচক্র শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হোক এবং লালপুরকে পুনরায় নিরাপদ করে তোলা হোক।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছয়পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!

চোর আতঙ্কে লালপুরঃ তথ্যদাতার জন্য পুরস্কার ঘোষণা

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

নাটোরের লালপুরে ধারাবাহিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় সৃষ্টি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। সরকারি অফিস থেকে শুরু করে রাস্তাঘাট ও গ্রামীণ ঘরবাড়ি সবর্ত্র চোরচক্রের দৌরাত্ম্যে আতঙ্কে রাত কাটাচ্ছেন স্থানীয়রা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে চোর শনাক্তে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করে শনিবার (৬ ডিসেম্বর) মাইকিং করতে বাধ্য হয়েছেন এলাকাবাসী।

সূত্রমতে, শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা ভূমি অফিসের জানালা ভেঙে দুটি কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাজ হোসেন সৌরভ জানান, “শুক্রবার জুমা নামাজের পূর্ব মুহূর্তে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় বিষয়টি নজরে আসার পর রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকায় কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্যচুরির সম্ভাবনা নেই।

এদিকে একই দিন (৫ ডিসেম্বর) দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আফানের ছেলে জালাল (৪০) ও আলাল (৩৫), মৃত ফেলুর ছেলে আয়নাল (৪৫), মৃত সেকেন্ডারের ছেলে সাগর (৪০) ও স্বাধীন (৩০) এবং মতিউর মোল্লার ছেলে মাইদুল ইসলামের (৪২) বাড়িতে চুরির চেষ্টা চালায় চোরচক্রের সদস্যরা। তবে অধিকাংশ বাড়ির লোকজন জেগে ওঠায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

কিন্তু রক্ষা হয়নি একই গ্রামের মৃত বারিক সরকারের ছেলে ঝন্টু সরকারের। সেদিন রাতে তার বাড়ি থেকে চার্জার ভ্যান চুরি করে নিয়ে যায় চক্রের সদস্যরা। এলাকাবাসী জানান, গত ছয় মাসে এই গ্রাম থেকে সাতটি ভ্যান চুরি হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন—জালাল, শাহজাহান, সাইফুল, আলাল, আ. রহিম ও সাগর। তারা সবাই ভ্যান চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

এছাড়া ৩ ডিসেম্বর মঞ্জিলপুকুর এলাকায় সবজি ব্যবসায়ী আব্দুল মান্নানকে ছুরিকাঘাত করে তার মূলধন ছিনতাই করে দুর্বৃত্তরা। ১১ নভেম্বর লালপুর থানার গ্যারেজ থেকে থানায় কর্মরত বাবুর্চি মো. আমিরুল ইসলাম পারভেজের মোটরসাইকেল চুরি ও ১০ নভেম্বর লালপুর হলমার্কেট এলাকায় এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই হয়।

এ ছাড়া গত সাত মাসে উপজেলায় ব্যক্তিমালিকানাধীন ৩৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।

ক্রমাগত এসব ঘটনায় আতঙ্কিত হয়ে ৬ ডিসেম্বর বিকালে এলাকাবাসী মাইকিং করে চোর শনাক্তে তথ্যদাতাদের জন্য আর্থিক ৫ হাজার পুরস্কার ঘোষণা করেন। ভুক্তভোগীরা জানান, অভিযোগ ও সাধারণ ডায়েরি করেও সেভাবে ফল মিলছে না।

ইউএনও জুলহাজ হোসেন সৌরভ বলেন, “চুরি প্রতিরোধে পুলিশ, গ্রাম পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। মসজিদের ইমামদের মাধ্যমেও সচেতনতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।”
লালপুর থানার ওসি (তদন্ত) এস. এম. রিয়াজুল হাসান জানান, “থানা গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও রঘুনাথপুর গ্রাম থেকে চুরি হওয়া পূর্বের একটি ভ্যান ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরি রোধে নৈশ টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি চোরচক্রকে ধরতে এবং চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।”

নিরাপত্তাহীনতার এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অনুরোধ- চোরচক্র শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হোক এবং লালপুরকে পুনরায় নিরাপদ করে তোলা হোক।


প্রিন্ট