শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান।
সভায় উপস্থিত সুধীগণ দিবসটির কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান বক্তব্য প্রদান করেন। সভায় জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচি মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান খেলাধুলার ইত্যাদি ইত্যাদি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোঃ আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সোহেল রানা, খোকসা থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুস্তাফিজুর রহমান, খোকসা উপজেলার বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাফিজ আহম্মেদ খান রাজু, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও সুধীগন।
উপজেলা নির্বাহী অফিসার যথাযোগ্য মর্যাদার দিবসটি উদযাপনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকশা (কুষ্টিয়া) প্রতিনিধি 




















