এস. এম সালমান হৃদয়ঃ
বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের গোদারপাড়া এলাকায় অবস্থিত আল হেরা একাডেমি (কেজি) স্কুলটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে বিভিন্ন কারণে বিদ্যালয়ের কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়েছিল।
বর্তমানে প্রতিষ্ঠানটিকে নতুন করে সাজিয়ে আধুনিক ও প্রাণবন্ত করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নবগঠিত ম্যানেজিং কমিটি। নতুন উদ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন ম্যানেজিং কমিটির প্রধান উপদেষ্টা এমদাদুল হক মিলন।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন অধ্যক্ষ রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আলহাজ্ব শামসুল হক মন্ডল, অ্যাডভোকেট রুহুল আমিন খান, আনিসুর রহমান, আব্দুর রহিম গোলাম রসূল, কাজল মন্ডল, মোহাম্মদ রুহুল আমিন, গোলাম রসূল ও পারভিন আক্তার।
ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মাহফুজার রহমান মাফু। সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, এনামুল হক রঞ্জু, সাধারণ সম্পাদক আবু সাঈদ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক রঞ্জু মন্ডল ও সাইফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আলেয়া জাহান মৌ এবং সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রাখা। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন পিলু সরদার, ইবাদুল হোসেন ও হোসনেয়ারা।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নুর আলম মন্ডল। বিদ্যালয়ের পরিচালক এনামুল হকের তত্ত্বাবধানে এবং অধ্যক্ষ মেজবাউল হকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে সকলে আনন্দ র্যালিতে অংশ নেন। নতুন কমিটির সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় আল হেরা একাডেমি (কেজি) স্কুলটি আবারও একটি আদর্শ ও গুণগত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 




















