এস. এম সালমান হৃদয়ঃ
বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের গোদারপাড়া এলাকায় অবস্থিত ছয়পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর ২০২৫, সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ দোয়া মাহফিলটি সকাল ৯টা থেকে শুরু হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এমদাদুল হক মিলন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যক্ষ আইনুন নাহার হেনা এবং দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মাহফুজার রহমান মাফু, আলহাজ্ব ছামছুল আলম, আব্দুল গফুর, আবু সাইদ মন্ডল, নজরুল ইসলাম, রঞ্জু মন্ডল, পিলু সরদার, আব্দুর রহিম, গোলাম রসুন, মোঃ আব্দুল খালেক, কাজল মন্ডল ও এ্যাডভোকেট মোঃ রুহুল আমিন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশের সার্বিক কল্যাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তরোত্তর অগ্রগতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ ৫৩ বছর ধরে ছয়পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এই অঞ্চলে নারী শিক্ষার প্রসার, নৈতিকতা ও আদর্শ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 




















