সোহাগ কাজীঃ
আজ মাদারীপুর জেলার কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিকেন্দ্রীকৃত পরিবিক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন( ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণে গ্রাম আদালত নিয়ে আলোচনা করেন উক্ত প্রশিক্ষণের সম্মানিত সভাপতি, কালকিনি উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফিন।
উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন নিয়মিত গ্রাম আদালতের ডকুমেন্টেশন কাজে হিসাব সহকারীগণ মনোযোগী থাকবেন, নথিপত্র হালনাগাদ রাখবেন। তিনি সকল চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানদের বলেন প্রতি মাসে অন্তত পাঁচটি করে মামলা নিষ্পত্তি করতে হবে। গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা কোনভাবেই সালিশ করা যাবে না কেননা সালিশের কোন স্থায়ী ভিত্তি নেই। তিনি আরো বলেন এখন থেকে নিয়মিত গ্রাম আদালতের ত্রৈ-মাসিক রিপোর্ট ইউনিয়ন পরিষদের স্মারক নাম্বার সহ পূরণ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করবেন।
সেই ক্ষেত্রে এক কপি জমা দিয়ে আরেক কপিতে উপজেলার সিএ সাক্ষ্যর নিয়ে রাখবেন যেন মন্ত্রণালয় থেকে ভিজিট আসলে রিপোর্টের কপি দেখাতে পারেন। তিনি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন এজলাসে বসে গ্রাম আদালতের শুনানি পরিচালনা করবেন। গ্রাম আদালতের প্রচারের ক্ষেত্রে বিভিন্ন সভা সেমিনারে গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা সম্পর্কে সকলের মাঝে ধারণা দেওয়ার জন্য সকল অংশগ্রহণকারীদের পরামর্শ দেন।
তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভা, আইন-শৃঙ্খলা সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা করতে হবে। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসানাত খান।
তিনি গ্রাম আদালতের আইন বিধি বিভিন্ন প্রক্রিয়া নিয়ে সকলের মাঝে ধারনা দেন এবং গ্রাম আদালত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান, যে সকল ইউনিয়নে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
সোহাগ কাজী, মাদারীপুর সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি 




















