সোহাগ কাজীঃ
মাদারীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার বিকালে জেলা যুবদলের উদ্যোগে শহরের লেকপার্ক মুক্ত মঞ্চ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেলপুল এর সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণ শিক্ষা বিষয়ক সহ সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
বিশেষ অতিথি অ্যাডভোকেট জাফর আলী মিয়া, আহবায়ক ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান ,মাদারীপুর জেলা বিএনপি।
আরো উপস্তিত ছিলেন সাহাদাত হোসেন সভাপতি, জেলা স্বেচ্ছাসেবকদল, এইচ এম তুহিন, সদস্য সচিব যুবদল, সদর উপজেলা, মেহেদী হাসান জাকির আহবায়ক ছাত্রদল, আজিজুল তালুকতার, যুগ্ম আহবায়ক, যুবদল, সদর উপজেলা।
জেলা যুবদলের ফারুক বেপারী সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি 





















