বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী মুকসুদপুর স্কুল ও মাদ্রাসা সমিতির আয়োজনে, উপজেলা পরিষদ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, একাডেমির সুপারভাইজার আঃ কাইয়ুম শরিফ, তথ্য সংরক্ষণ করেন ড. সাইদুর রহমান লস্কর একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন।
এ প্রতিযোগিতায় উপজেলার ৪৪টি স্কুল ও ২২টি মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
প্রিন্ট