মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ফরিদপুর জেলা যুবদলের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ফরিদপুর শহরের থানা মোড়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে সংগঠনের রাজিব হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মোদাররেস আলি ইছা।
বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, জাতীয়তাবাদী যুবদলের সদস্য মনিরুজ্জামান মনির, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, সাধারণ সম্পাদক ডাক্তার আলী আকবর বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুস্তাক হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান মুসা, এডভোকেট জসিমউদ্দিন মৃধা, জাসাস ফরিদপুরে জেলা শাখার সভাপতি এডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন, সদস্য সচিব আরিফ বকু স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, শেখ মাসুদ , জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এবং জাতীয়তাবাদী তাঁতি দলের সদস্য সচিব সাহিদা বেগম।
এ সময় বক্তারা বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পতনের নিহত ছাত্রদের অবদানের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়ী করতে দলীয় নেতা কর্মীদের মাঝে সম্প্রীতি বজায় রাখতে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানানো হয়। বক্তারা বলেন একটি সঙ্ঘবদ্ধ চক্র আওয়ামী সন্ত্রাসীদের সাথে একত্রিত হয়ে জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরে ভাঙ্গনের চেষ্টা চালাচ্ছে।
এসব থেকে সাবধান থাকতে হবে । বক্তারা ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোদাররেস আলি ইছাকে ফরিদপুরের সবচাইতে নির্যাতিত নেতা বলে উল্লেখ করে আগামী জাতীয় নির্বাচনে তাকে এমপি হিসেবে দেখতে চাওয়ার আশাবাদ প্রকাশ করেন।
তারা সংস্কারের নামে সংবিধান কোনভাবেই পরিবর্তন করা যাবে না বলে হুশিয়ারি করা হয়।
দেশের বিরুদ্ধে ভারতীয় সকল ষড়যন্ত্র কে রুখে দেবার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এছাড়া তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার রহমান জানান।
অনুষ্ঠানের শুরুতে বিগত ১৬ বছরে বিএনপি’র নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।
প্রিন্ট