রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১টি ইটভাটায় তিন লক্ষ টাকা জরিমানা ও ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
সূত্রে জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে বিএসবি ইটভাটায় একাধিক আইন লঙ্ঘনের প্রমাণ মেলে।
ভাটাটি অনুমোদন ছাড়া ইট প্রস্তুত, মাটি কাটা ও ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করছিল। যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধের দায়ে ভাটাটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট