মোঃ রনি আহমেদ রাজু, জেলা প্রতিনিধি, মাগুরা
মাগুরা জেলার ডিবি পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তারিক হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাগুরা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী, মাগুরা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এক সফল অভিযান পরিচালনা করে।
১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে, মাগুরা সদর থানাধীন পৌরসভার ০৭ নং ওয়ার্ডের পুরাতন বাজার ব্রীজের উপর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে, ডিবি পুলিশ ৫৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ তারিক হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত তারিক হোসেন পারনান্দুয়ালী চরপাড়া এলাকার তাহাজ্জদ হোসেনের পুত্র।
আরও পড়ুনঃ লালপুর উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলাটি রুজু করার প্রক্রিয়া চলছে।
প্রিন্ট