মুন্সী সাদেকুর রহমান শাহীনঃ
গোপালগঞ্জের এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ কামরুজ্জামান।
আজ ১০ এপ্রিল সকাল ১০টায় প্রথমে বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সকাল সাড়ে ১০টায় এসএম মডেল গভ. হাই স্কুল ও কেন্দ্র পরিদর্শন করেন। পরে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
.
এসময় জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সি, জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.
এবছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জ থেকে ১৫ হাজার ২শত ৫৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ভকেশনাল ১হাজার ১শত ৪৮ জন ও দাখিলে ১হাজার ১শত ৫৮ জন।
.
জেলায় মোট ২৬ টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ পরিক্ষা গুলো শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে জেলা প্রশাসনের ১৪ টি পরিদর্শন টিম সার্বক্ষণিক ওই সব কেন্দ্র পরিদর্শন করবে।
.
আজ থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এছাড়াও নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে পরিক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিন্ট