নাটোরের লালপুরে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) বিকেলে ২নং ঈশ্বরদী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে নুরুল্লাপুর দাখিল মাদ্রাসা মাঠে এই সভাটি আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান। তিনি ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল হক বিদুৎ, মেহেদী হাসান আরিফ, সহ সাধারণ সম্পাদক রিয়াদ হাসান রুবেল, মেহেদী হাসান, লালপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ, কামরুল ইসলাম, তৌফিক সাঈদ লিমন, ওবায়দুর রহমান এবং নাটোর জেলা ছাত্রদলের সদস্য হামিদুল ইসলাম রিপন।
এছাড়া ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদলের কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। তারা ছাত্রদলের কার্যক্রমে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলকে শক্তিশালী করার জন্য নানা দিকনির্দেশনা গ্রহণ করেন।
আরও পড়ুনঃ রূপগঞ্জে পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত
সভায় দলীয় নেতা-কর্মীরা একে অপরের সাথে মতবিনিময় করেন এবং আগামী দিনের আন্দোলন ও ছাত্রদের মধ্যে সংগঠনগত শক্তি বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
প্রিন্ট