মসজিদের ৪ লাখ ৫০ হাজার টাকা চুরির দায়ে মসজিদের ক্যাশিয়ার ও আওয়ামী লীগ নেতা দুলাল সরদারকে স্থানীয় বাসিন্দারা বহিষ্কার করে এবং তাৎক্ষণিকভাবে তাকে জুতা পেটা করে মসজিদ থেকে বের করে দেন।
জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে ২০২১ সালে স্বস্তিপুর দক্ষিণপাড়ায় একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়। ওই মসজিদ কমিটির ক্যাশিয়ার ছিলেন এলাকার বাসিন্দা ইশা সরদারের ছেলে দুলাল সরদার। তিনি ফ্যাসিবাদী সরকারের সময় উক্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, যার কারণে তাকে মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয়।
কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মসজিদের অর্থ আত্মসাৎ করতে থাকেন। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তার কাছে মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাইলে তিনি ৪ লাখ ৫০ হাজার টাকার হিসাব দিতে ব্যর্থ হন। এর পরই এলাকাবাসী তাকে মসজিদ থেকে বের করে দেয় এবং জুতাপেটা করে।
এছাড়া, এলাকাবাসী নতুন একটি মসজিদ কমিটি গঠন করেছে। এলাকার বাসিন্দা মুন্সী সেলিম, ইয়ামিন, রাজু সহ একাধিক ব্যক্তি বলেন, “১৬ বছর স্বৈরাচারী সরকারের দোসরদের কারণে আমরা মুখ খুলতে পারিনি, কিন্তু এখন আর সেই দিন নেই, দিন বদলেছে। আমরা দুলাল সরদারের চুরি ও তার কমিটি বাতিল করে নতুন কমিটি তৈরি করেছি।”
আরও পড়ুনঃ সিরাজগঞ্জের ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের উদ্যোগে খাদ্য উপহার সামগ্রী বিতরণ
তারা আরও বলেন, “দুলাল সরদার শুধু মসজিদের অর্থই আত্মসাৎ করেননি, বরং অলিখিত বিভিন্ন দান-খয়রাতের হিসাবেও তিনি আরও অনেক টাকা আত্মসাৎ করেছেন। চুরিকৃত অর্থের বিনিময়ে তিনি মসজিদের পাশে থাকা জমি মসজিদের নামে লিখে দেওয়ার অঙ্গীকার করেছিলেন।” এ ব্যাপারে কমিটি ও এলাকাবাসী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
প্রিন্ট