শীতার্তদের সহায়তায় মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে শুক্রবার সকাল ১০টায় কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এপিএস, এই কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, শালিখা থানার অফিসার ইনচার্জ অলি মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক একেএম খায়রুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহীদ, নয়নুজ্জামান নয়ন, শালিখা উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান, যুব নেতা তোয়েব আলী, আড়পাড়া বাজারের সভাপতি সুবাস রায়, আইডিয়াল সংস্থার ফিরোজ হোসেন, শালিখা ছাত্র প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ মাগুরায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
এই কম্বল বিতরণ অনুষ্ঠানে মোট ২৫০০ কম্বল শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়।
প্রিন্ট