শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া)প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় প্রগতি সংঘের উদ্যোগে ২০ জন দরিদ্র অসহায় তাঁতিদের মাঝে বিনামূল্যে তাঁত শিল্প উপকরন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ও প্রগতি সংঘের বাস্তবায়নে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রগতি সংঘের প্রধান সংগঠক আবদুস সজিব খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম, জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের হিসাব রক্ষক নরেন্দ্রনাথ বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সুধি ও সাংবাদিকগন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে খোকসা প্রগতির সংঘ এর বাস্তবায়নে পিছিয়ে পড়া দরিদ্র-তাঁতিদের মাঝে বিনামূল্যে তাঁত উপকরণ উপকরণ বিতরণ একটি মহৎ উদ্যোগ।
তিনি গরীব অসহায় তাঁতিদের উন্নয়নের জন্য এ জাতীয় কাজ করা প্রগতি সংঘকে ধন্যবাদ জানান। তিনি আগামীতে দারিদ্র জনগণের উন্নয়নে তার সার্বিক সহযোগিতা আশ্বাস দেন। উপস্থিত বক্তাগণ প্রগতি সংঘের দরিদ্র জনগোষ্ঠী নিয়ে উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে উপজেলার মাশিলিয়া, চকহরিপুর ও বড়ইচাড়া গ্রামের ২০ জন দরিদ্র অসহায় তাঁতিদের মাঝে বিভিন্ন তাঁত উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
প্রিন্ট