রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খামার মাগুরা গ্রামে ১০ নভেম্বর রবিবার রাত সাড়ে ৭ টায় বসতবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় নুরইসলাম ( ১০) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যুসহ বসতঘর, নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত।
উপজেলার জামালপুর ইউনিয়নের খামার মাগুরা গ্রামের নিহত শিশুর পিতা ইয়াবুব মোল্লা জানান, আমার স্ত্রী নুরুন্নাহার বেগম প্রতিদিনের ন্যায় কর্মস্থলে ছিলো আমি সন্ধ্যা ৬ টার দিকে আমার ছেলেকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে পার্শ্ববর্তী নটাপাড়া বাজারে চা খেতে যায়। রাত সাড়ে ৭ টার দিকে আমার বসত ঘরে আগুন লাগলে এলাকাবাসী টেরপেয়ে আগন নেভালেও আমার মানষিক প্রতিবন্ধী ছেলেটি বেরহতে পারে নাই ফলে মারাত্বক ভাবে অগ্নিদগ্ধ হয়।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়াও ঘরের মধ্যে থাকা নগদ ৫ লক্ষ টাকা ৩০ মন পাট, ৫ মন চাউলসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল আগুনে পুরে গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যূতিক শর্টসার্কিট থেক আহুন লাগতে পারে।
- আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে পুলিশ কর্মকর্তার রাজপ্রাসাদ
স্থানীয় ইউপি সদস্য সামছুল জানান, অগ্নিদগ্ধের খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে গিয়ে দেখেতে পাই সব পুড়ে গেছে। ঘরে তালাবদ্ধ থাকার ফলে আগুন লাগলেও প্রতিবন্ধী শিশুটি বেরহতে পারে নায়।
প্রিন্ট