মোঃ ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীজ আলুর সংকট নিরসন এবং প্রকৃত আলু চাষীদের জন্য বীজ আলু সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইমলাম, মোহনপুর থানার এস.আই নওশাদ আলী।
এ সময় উপজেলার আলু চাষী, আলু মজুদকারী, হিমাগার কর্তৃপক্ষ এবং গণমাধ্যম কর্মীদের কাছ থেকে মতামত নেওয়া হয়। আলোচনা সভায় মোহনপুর উপজেলায় বীজ আলুর সংকট নিরসনে করণীয় বিষয়ে বেশ কিছু প্রস্তাব উঠে আসে। বিশেষভাবে উল্লেখ করা হয়, আলু মজুতদারদের তালিকা প্রস্তুত করা, মোহনপুরে অবস্থিত সকল হিমাগারের মালিক/ম্যানেজারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, পাইকারি থেকে খুচরা পর্যায় পর্যন্ত পাকা রশিদ নিশ্চিত করা এবং রংপুরে প্রাণ এগ্রো কর্তৃপক্ষ ৪৫ টাকার দরে আলু বিক্রি শুরু করেছে, এমন কোনো উদ্যোগ মোহনপুরে নেওয়া সম্ভব কিনা। এছাড়াও, খাবার আলু এবং বীজ আলুর দাম কমানোর জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণের পরামর্শও ওঠে।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, “খাবার আলু এবং বীজ আলুর ন্যায্যমূল্য গ্রাহক এবং প্রান্তিক আলু চাষীদের কাছে নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পাইকারি থেকে খুচরা পর্যায়ে আলুর বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই মিটিং আয়োজন করা হয়েছে। বীজ আলুর সরবরাহ নিশ্চিত করতে এবং খাবার আলুর মূল্য হ্রাসে এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
প্রিন্ট