মোঃ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে শনিবার (১৬ নভেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী এই কর্মসূচির আয়োজন করে।
মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী-এর আমীর হাফেজ মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী-এর রুকন ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী-এর আমীর এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। এ সময় জামায়াতে ইসলামী সংগঠনে যোগদানের ঘোষণা দেন মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কমলেশ চন্দ্র দাস।
কমলেশ চন্দ্র দাস তার জামায়াতে ইসলামীতে যোগদান সম্পর্কে বলেন, “জামায়াতে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সৎ চরিত্রের অধিকারী, তারা কোনো অন্যায় কাজ করেন না এবং অন্যায়ের প্রশ্রয় দেন না। তাই আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে জামায়াতে যোগদান করেছি।”
তিনি মাছপাড়া এলাকায় বিভিন্ন সময় ঘটে যাওয়া খুন, জখম, ডাকাতি ও অরাজকতার নানা ঘটনা তুলে ধরেন। উল্লেখ্য, কমলেশ চন্দ্র দাস বিগত মাছপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সে সময়ে নানা নির্যাতনের শিকার হন।
কমলেশ চন্দ্র দাসের জামায়াতে ইসলামীতে যোগদানকে স্বাগত জানান প্রধান অতিথি, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী-এর আমীর এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। তিনি ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। এছাড়াও, তৃণমূল পর্যায়ে জামায়াতে ইসলামী সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী-এর নায়েবে আমীর প্রফেসর মো. হাসমত আলী, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী-এর সাংগঠনিক সেক্রেটারি ও রাজবাড়ী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. হারুন অর রশীদ, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামী-এর আমীর মাওলানা মো. হাই জোয়ার্দ্দার, পাংশা উপজেলা জামায়াতে ইসলামী-এর আমীর মো. সুলতান মাহমুদ, পাংশা পৌর জামায়াতে ইসলামী-এর আমীর কাজী ফরহাৎ জামিল রুপু, পাংশা পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামী-এর আমীর মাওলানা মো. এনামুল হকসহ মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ ফরিদপুর জেলা জজ কোর্টে সরকারি আইনজীবী (পিপি ও জিপি) নিয়োগে অসংগতি প্রতিবাদে সভা অনুষ্ঠিত
শেষে, জুলাই-২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট