মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা জজ কোর্টে সরকারি আইনজীবী (পিপি ও জিপি) নিয়োগে অসংগতির প্রতিবাদে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ফরিদপুর শহরের জেলা আইনজীবী সমিতি ভবনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, যা জেলা আইনজীবী ফোরামের একাংশের উদ্যোগে আয়োজিত হয়।
এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হান্নান, অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাবিব, এডভোকেট মাসুদ রানা, অ্যাডভোকেট শামসুন্নাহার, অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না, অ্যাডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট আলমগীর ভূঁইয়া, অ্যাডভোকেট খসরুল আলম এবং অ্যাডভোকেট ইয়ার আলী।
বক্তারা অভিযোগ করেন, ফরিদপুর জেলা জজ কোর্টে সরকারি আইনজীবী হিসেবে পিপি, এপিপি, জিপি ও এজিপি নিয়োগের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের অনুগত ১০ জনেরও বেশি আইনজীবীর নাম রয়েছে। বক্তারা দাবি করেন, এসব আইনজীবীর নিয়োগ গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেঈমানীর শামিল।
তারা অবিলম্বে আওয়ামী লীগের দোসর এসব আইনজীবীর নিয়োগ বাতিল করে বিএনপি-সমর্থিত আইনজীবীদের নিয়োগ দেওয়ার দাবি জানান। বক্তারা সতর্ক করে বলেন, অন্যথায় তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
আরও পড়ুনঃ সদরপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
এছাড়া এ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, এমন ঘোষণা দেওয়া হয়।
প্রিন্ট