ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী একটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেলসহ ৩ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় একযোগে তিনটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।
শুক্রবার কুষ্টিয়া সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ছেলে ছাত্রদল নেতা জারিফ হাসান জেমি, নজরুল করিম বিশ্বাসের ছেলে যুবদল নেতা আশরাফুল আলম সোহাগ এবং মৃত সায়েদ আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় সেনাবাহিনী ৫টি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গুলি, ৯টি ককটেল এবং ৪টি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযানে আটক করা হয় জারিফ হাসান জেমি (২৪), আশরাফুল আলম সোহাগ (৩৫) ও জাহাঙ্গীর আলম (৫৫)-কে। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন সোহানুর জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সেনাবাহিনীর সদস্যরা দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ ৩ জনকে আটক করেছেন।
প্রিন্ট