ঢাকা , রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দেশের সকল চিনিকল চালু করা হবেঃ -লালপুরে শিল্প উপদেষ্টা

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে শুক্রবার বিকালে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ৯২ তম আখ মাড়াই মৌসুম উদ্বোধন শেষে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে চিনি উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনা হবে এবং সকল চিনিকল আবার চালু করা হবে। এতে দেশের আখচাষীদের শ্রম স্বার্থক হবে। দেশের মানুষ লাভবান হবে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। কমিটি চিনিকলগুলো চালু করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবেন।

 

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছে। তাদের লক্ষ্য রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তনের যে ধারা চালু করেছেন, নির্বাচিত সরকার এসে সেই ধারাবাহিকতা বজায় রাখবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক এটিএম কামরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন, আখচাষী হাসান রাজা প্রমুখ।

 

উল্লেখ্য, নর্থ বেঙ্গল সুগার মিলে চলতি আখ মাড়াই মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ উৎপাদন করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন আখ মাড়াই কর্মক্ষমতা নিয়ে ১১৭ কর্ম দিবসে চিনি উৎপাদনের উক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ। চলতি মৌসুমে চিনি উৎপাদনের জন্য ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করা হয়েছে।

 

আরও পড়ুনঃ সাড়ে তিনশ কোটি টাকা খেলাপির দায়ে বোয়ালমারীর গোল্ডেন জুট মিল নিলামে

 

এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। গত বৃহস্পতিবার হতে মিলের ৩১ টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ কেনা শুরু হয়েছে। এবছর প্রতি মন আখের দাম ধরা হয়েছে মিল গেটে ২৪০ টাকা এবং ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরের গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন

error: Content is protected !!

দেশের সকল চিনিকল চালু করা হবেঃ -লালপুরে শিল্প উপদেষ্টা

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে শুক্রবার বিকালে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ৯২ তম আখ মাড়াই মৌসুম উদ্বোধন শেষে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে চিনি উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনা হবে এবং সকল চিনিকল আবার চালু করা হবে। এতে দেশের আখচাষীদের শ্রম স্বার্থক হবে। দেশের মানুষ লাভবান হবে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। কমিটি চিনিকলগুলো চালু করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবেন।

 

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছে। তাদের লক্ষ্য রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তনের যে ধারা চালু করেছেন, নির্বাচিত সরকার এসে সেই ধারাবাহিকতা বজায় রাখবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক এটিএম কামরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন, আখচাষী হাসান রাজা প্রমুখ।

 

উল্লেখ্য, নর্থ বেঙ্গল সুগার মিলে চলতি আখ মাড়াই মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ উৎপাদন করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন আখ মাড়াই কর্মক্ষমতা নিয়ে ১১৭ কর্ম দিবসে চিনি উৎপাদনের উক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ। চলতি মৌসুমে চিনি উৎপাদনের জন্য ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করা হয়েছে।

 

আরও পড়ুনঃ সাড়ে তিনশ কোটি টাকা খেলাপির দায়ে বোয়ালমারীর গোল্ডেন জুট মিল নিলামে

 

এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। গত বৃহস্পতিবার হতে মিলের ৩১ টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ কেনা শুরু হয়েছে। এবছর প্রতি মন আখের দাম ধরা হয়েছে মিল গেটে ২৪০ টাকা এবং ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা।


প্রিন্ট