ফরিদপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১-৩০ মিনিটে ফরিদপুর জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন , যুগ্ন আহবায়ক খন্দকার টুলু, আতাউর রশিদ বাচ্চু, দেলোয়ার হোসেন দিলা, আজম খান, এম টি আক্তার মুকুল, এডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন প্রমুখ।
এ সময় বক্তারা ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সংঘটিত সিপাহী-বিপ্লবের স্মৃতিচারণ করে বলেন, আজকের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে মুক্তির মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে সুরক্ষিত করা হয়েছিল৷ মহান এই দিবস থেকে শিক্ষা নিয়েই আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে রাজনীতি করার জন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
বক্তারা বলেন গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের এ দিবস টি পালন করতে দেয়নি।
৫ ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারো আজকে এই দিবসটি পালন করা হচ্ছে। অনুষ্ঠান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।
- আরও পড়ুনঃ ‘অবৈধভাবে’ নিয়োগে ৩৫ বছর স্কুল শিক্ষকতা
এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পরবর্তী পর্বে একটি মিছিল ফরিদপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। সন্ধ্যা ছয়টায় শহরের অম্বিকা ময়দানে সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাস এর উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও সভায় জানানো হয় ।
প্রিন্ট