ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ির ভাংচুরের অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামে মফিজুর রহমান ওরফে ওরুনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল রোববার দুপুরে ঘটনার সাথে জড়িত রাশেদ শেখ ওরফে লাকুসহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে ওরুনের স্ত্রী রুবিনা আক্তার।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার কুচিয়াগ্রামের জাহাজ শ্রমিক ওরুনের সাথে প্রতিবেশি লাকু শেখের দির্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসচ্ছে।
এ বিরোধেরে জেরে রোববার সকালে লাকু শেখের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ওরুনের বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায় বসতবাড়ি ভাংচুর করে। বাড়িতে থাকা ওরুনের স্ত্রী রুবিনা বেগম ভাংচুরের দৃশ্য মোবাইল দিয়ে ভিডিও করতে গেলে, হামলাকরীরা মধ্যে লাকুর ছেলে রানা শেখ জোরপূর্বক ফোন কেড়ে নেয়। সেই সাথে গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় রাশেদ শেখ ওরফে লাকু সাথে কথা হলে জানান, তিনি এ ঘটনার সাথে জড়িত না। তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট