মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
চার দফা দাবী আদায়ের লক্ষ্যে ফরিদপুর ম্যাটস এর শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত রয়েছে । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বাইশ দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জনসহ একাডেমিক ও প্রশাসনিক ভবন তালা দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে তারা।
সকাল ১১:৩০ থেকে ১২ টা পর্যন্ত সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক দেলওয়ার হুসাইন সজিব এর সভাপতিত্বে মুজিব সড়কের এক পাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসে্র প্রথম বর্ষের শিক্ষার্থী ইয়াসিন, সজীব, শাহরিয়ার, রুবায়েত, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরামুল প্রমুখ।
আরও পড়ুনঃ টাকা ছাড়াই পুলিশে চাকরি, আবেগাপ্লুত সবাই
এ সময় তারা ৪ দফা দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দেয়। উল্লখ্য, দাবীসমূহ পূরন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ফরিদপুর ম্যাটসের শিক্ষার্থীরা লাগাতার ক্লাশ পরীক্ষা বর্জন, একাডেমি ও প্রশাসনিক ভবন তালা দিয়ে অন্যান্য কর্মসূচী পালন করবে বলে জানা যায়।
প্রিন্ট