রাজশাহীর বাঘায় দলে দলে যোগদানের আহবান জানিয়ে আনন্দ মিছিল করেছে তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল গনঅধিকার পরিষদ। রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মিছিলটি বাঘা ঈদগাহ মাঠ থেকে শুরু হয় এবং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
রাজশাহী জেলা যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক ইনঞ্জিনিয়ার রাজিব হোসেন বলেন, আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমান করতে চাই গনঅধিকার পরিষদ একটি সুসংগঠিত দল। শান্তির বার্তা নিয়ে বিজয়ের যে যাত্রা শুরু হয়েছে তা আমরা ধরে রাখতে চাই।
এতে উপস্থিত ছিলেন-সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক বিশাল
আহমেদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
প্রিন্ট