ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ায় জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকালে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিক ভাবে জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান হোসেন জাহির, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ ও প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে গণপূর্ত বিভাগের অধিনে নির্মাণ হচ্ছে এই স্মৃতি স্তম্ভ।
প্রিন্ট